২ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় মোংলা-দাকোপের পশুর নদী সংলগ্ন বানিশান্তা বাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পশুর রিভার ওয়াটারকিপার এবং বানিশান্তা ইউনিয়ন কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে বানিশান্তা ইউনিয়নে এ “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, পরিবেশ বাঁচাও” শ্লোগানে এক জনসভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক শরীফ জামিল উপস্থিত ছিলেন। জনসভায় সভাপতিত্ব করেন বানিশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদেব কুমার রায়। জনসভায় বক্তব্য রাখেন পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নুর আলম শেখ, বানিশান্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুধাংশু কুমার বৈদ্য, বানিশান্তা ইউনিয়ন আওয়ামীলীগর সাধারণ সম্পাদক পরিমল কান্তি, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব কুমার মন্ডল, কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা গৌতম রায়, সত্যজিৎ কুমার গাইন, বিনয় কৃষ্ণ সরদার, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য ফিরোজ আলী খান, নারীনেত্রী আমিরুননেসা প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় বাপা সাধারণ সম্পাদক ওয়াটারকিপার্স বাংলাদেশের সম্বয়কারী শরীফ জামিল বলেন যেকোন উন্নয়ন কর্মকান্ড পরিচালনার আগে সেই এলাকার মানুষর সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে করা উচিত। করোনা সংকটকালে কৃষি আমাদের মায়ের মতো আগলে রেখেছে। তাই কৃষি জমি রক্ষাকে অগ্রাধিকার দিয়েই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। উল্লেখ্য মোংলা বন্দরের চ্যানেলের গভীরতার জন্য ড্রেজিং প্রকল্পের মাটি বাণিশান্তা ইউনিয়নের কৃষি জমিতে ফেলার জন্য জমি হুকুম দখলের অনাপত্তিপত্র চেয়ে বন্দর কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদকে চিঠি দেয়ায় এলাকার কৃষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
বানিশান্তা ইউনিয়নে কৃষি জমি রক্ষার দাবিতে জনসভা
Share:
More Activities
“বৃক্ষ নিধন ও তার পরিবেশগত প্রভাবঃ আমাদের করণীয়”-শীর্ষক সংবাদ সম্মেলন
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র উদ্যোগে ৮ জুলাই, ২০২৩ শনিবার সকাল সাড়ে ১০ টায়; জাতীয় প্রেসক্লাবের
BAPA 12th AGM-2023
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র ১২তম সাধারণ পরিষদের সভা ১৫ই জুলাই, ২০২৩ শনিবার (সকাল ১০টা থেকে
BAPA-BEN Annual Conference 2022, “Energy, Climate Change, and Sustainable Development”
This browser does not support PDF!
“Save Buriganga from grabbing and pollution! Save Dhaka!” 13 Oct 2012
Puraton Dhaka Poribesh Unnoyon Forum in association with BAPA organized a Human Chain on “Save