সুন্দরবনের দুবলা শুটকি পল্লীর জেলে জনগোষ্টির স্বাস্থ্য নিশ্চিত, সাগর ও সুন্দরবন সুরক্ষা এবং উপকূলীয় স্থায়িত্বশীল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দাবীতে জনসভা

০৩ জানুয়ারী ২০২১ বিকেল ৫.০০ টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র উদ্যোগে দুবলার চর এ “সুন্দরবনের দুবলা শুটকি পল্লীর জেলে জনগোষ্টির স্বাস্থ্য নিশ্চিত, সাগর ও সুন্দরবন সুরক্ষা এবং উপকূলীয় স্থায়িত্বশীল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দাবীতে” জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় দুবলা ফিশারম্যান গ্রুপের আলহাজ¦ কামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রীয় কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল। অতিথি বক্তা হিসাবে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সভাপতি মনোয়ার মোস্তফা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা শাখার নূরে আলম শেখ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার শাখার ফজলুল কাদের চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া শাখার মেজবাউদ্দীন মান্নু এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:

More Activities

BAPA 12th AGM-2023

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র ১২তম সাধারণ পরিষদের সভা ১৫ই জুলাই, ২০২৩ শনিবার (সকাল ১০টা থেকে

Scroll to Top