বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রিয় কমিটি ও জাতীয় নদী জোট-এর যৌথ উদ্যোগে ১৬ই জানুয়ারি, ২০২১ শনিবার জাতীয় নদী জোট ও বাপা’র একটি কেন্দ্রিয় প্রতিনিধি দল সরজমিনে পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি কোহেলীয়া নদীর মাতারবাড়ী অংশ থেকে যাত্রা শুরু করে নদীর ইউনুছখালী অংশে পরিদর্শন শেষে নদীর বর্তমান অবস্থা ও পরিদর্শনের অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য ও জাতীয় নদী জোটের আহ্বায়ক শারমীন মুরশিদ। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, জাতীয় নদী জোটের প্রতিষ্ঠাতা সদস্য সাঈদা রোকসানা শিখা, বাপা কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সুপ্রিমকোর্টের আইনজীবী রাওমান স্মিতা, কক্সবাজার আঞ্চলিক শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ্, বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোসাদ্দেক ফারুকী এবং সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক সহ বাপা কেন্দ্রিয় ও আঞ্চলিক কমিটিসমূহের অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত কমিটি ১৭ তারিখে কক্সবাজারের জেলা প্রশাসনের সাথে মহেশখালীর কোহেলীয়া নদীর ভরাটের বিষয় নিয়ে সাক্ষাৎ করতে যান ।